আত্মমর্যাদাবোধ

লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪৫:৫৯ সকাল

মানুষের ব্যাক্তিত্বের একটা অন্যতম উপাদান হলো আত্মমর্যাদাবোধ| নিজেকে নিজে ভালোবাসা এবং নিজেকে আপন করে ভালোবাসার জন্য মহৎ ও সৎ কাজগুলো যেগুলো আল্লাহ আমাদের পারমিট করেছেন| দার্শনিক সক্রেটিসের ভাষায়"know thyself"'নিজেকে জান' কিংবা ইমাম গাজ্জালীর ভাষায় 'মান আরাফা নাফসাহু ফাক্বাদ আরাফা রাব্বাহু' যে নিজেকে জানে সে রবকে জানে| একটা জিনিস মনে রাখা উচিত যে,নিজেকে নিয়ে অহংকার কোন অবস্থায় আত্মমর্যাদাবোধ হতে পারেনা| এই আত্মমর্যাদাবোধের বৈশিষ্ট্যের কারণে আপনি নিজেকে যেমন জাগাতে পারবেন ঠিক তেমন চারপাশের উপর ব্যাক্তিত্বের একটা নান্দনিক বলয় তৈরি করতে পারবেন|যারা দায়ী এটা তাদের অন্যতম প্রধান গুণ হওয়া উচিত| একটা কথা হলো পোকা যদি হাতির পায়ের নিচে গড়াগড়ি করে,তাতে সে পদপিষ্ট হলে পোকারই তো দোষ হবে|আর পোকাটি যদি নিজেকে ভালোবেসে তার অবস্থানানুযায়ী চলাফেরা করে তাহলে হাতির পায়ের তলায় পিষ্ঠ হতে হয়না|এটাই আত্মমর্যাদাবোধ| আমারা যদি কথাটি এভাবে বলি যে আমি আমার সামর্থ ও সম্ভাবনা নিয়ে সবসময় মহান রবের কাছে কৃতজ্ঞ থাকবো| এথেকে মননে যে উপলব্ধি আসবে সেটাই আত্মমর্যাদাবোধ |

অনুভাবনা:

মন ও মনের অসুখ- ডা. তাজুল ইসলাম দয়াদর্শন- সৈয়দ মবনু|

ইউ ক্যান উইন-শিবখেরা|

বিষয়: বিবিধ

২৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File